ইফতার করা নিয়ে ত্রিভুজ যা বললেন (চিত্রসহ)

ইফতারে চিড়া দই খাবেন। লাল চিড়ার সাথে টক দই হলে ভালো (Curd আর Yoghurt এর ভেতর পার্থক্য আছে কিন্তু)। আমি আজকে মিস্টি দই খাচ্ছি কারণ এটা জেনুইন বগুড়ার দই। সাথে ফল থাকতে হবে। খেঁজুর আর কলা সেই অভাব পুরণ করতেছে এখানে। সাথে পেয়ারা, তরমুজ রাখতে পারলে আরো ভালো। যদিও চিড়ায় যথেষ্ঠ কার্ব আছে তবুও স্বাদের জন্য আলুর চপ বা সিমিলার অন্যকিছু রাখতে পারেন। সাথে প্রোটিনের চাহিদা মেটাতে ডিম টোস্ট বা চিকেন রাখবেন। আর কার্বস দরকার নাই, তবুও এস্থেটিক্যালি প্লিজিং এর জন্য টোস্ট রাখতে পারেন। আলুর চপ আমার প্রিয় জিনিষ, তাই খাই। বেগুনী অবশ্য আমার প্রিয় না, কিন্তু না রাখলে লোকজন গরিব ভাবতে পারে ????
প্রচুর পানি খেতে হবে, তাই এক গ্লাস প্লেইন ওয়াটারের সাথে রুহ আফজার শরবত রাখবেন। রুহ আফজা খেলে তো সওয়াবও হয় :পি

সেই সাথে লেবুর শরবত রাখবেন, টোকমা বা চিয়া সিড দেয়া। আমার আজকে নাই, ভেজাতে মনে ছিলো না।
একবারে সব খেয়ে ফেলবেন না। প্রথমে মিস্টি আইটেমগুলো খেয়ে নামাজ পড়ে এসে আস্তে-ধীরে বাকীগুলো খাওয়া শুরু করবেন।

বিঃদ্রঃ এই পোস্টে হাহা দিলে আপনার রোজা হালকা হয়ে যেতে পারে। তবে ইফতারের পরে দিলে সমস্যা নাই।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।