অন্ন-বস্ত্রের চাহিদার পর আমাদের সবচাইতে বড় চাহিদা হচ্ছে মানসিক শান্তি। এই শান্তির অন্যতম একটা উৎস হচ্ছে আরেকজন ব্যক্তি। কিন্তু, ম্যাটেরিয়ালিস্টিক কেউ কখনো অন্যের জীবনে শান্তির উৎস হয় না। এজন্য ম্যাটেরিয়ালিস্টিক তথা বস্তুবাদীদের জন্য আমার খারাপই লাগে।
আপনারা খামোখা এদেরকে আক্রমণ করবেন না। এরা আপনার পেছনে লাগে একটু শান্তি পাওয়ার আশায়। এই শান্তিটুকু তাদেরকে পেতে দিন। পৃথিবী ও মানব সভ্যতার জন্যও এরা থ্রেট না কারণ নিজেদের আইডিওলজির কারণে এরা কখনো ঐক্যবদ্ধ হতে পারে এবং পারবেও না। এদের ভেতরে যেটুকু ঐক্য আপনি দেখতে পান, সেটাও ঘটে যখন আপনি এদেরকে ঘাঁটান।
এদেরকে নিয়ে ভাবার কিছু নেই। ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন এরা সবসময়ই ছিলো কিন্তু কখনোই সংখ্যাগরিষ্ট হতে পারেনি। কারণ ঐ একই, ভুল আইডিওলজি। নিজেদের ভেতরে ঐক্য তৈরি করতে হলে কিংবা টিকে থাকতে হলে তাদেরকে সেটা থেকে বের হয়ে আসতে হবে, যা তারা করবে না।
দে আর প্রিজনার অব দেয়ার ঔন ডিভাইস।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।