আলাপটা হওয়া উচিত কোনটা খারাপ আর কোনটা ভালো তা আমরা কিভাবে ডিফাইন করবো, সেটা নিয়া। এক্ষেত্রে কখনো ধর্ম আর কখনো বিজ্ঞান দরকার হতে পারে। চুরি করা যে খারাপ, এটা আপনি কোন বিজ্ঞান দিয়া রায় দিবেন? নাই ত! কবিতার কী বিজ্ঞান হে? ফলে, সব জায়গায় বিজ্ঞান ফলাইতে হয় না। তাহলে শিল্প-সাহিত্যও আপনারে বাতিল করতে হবে। এগুলাও তো অবৈজ্ঞানিক (আপনাদের যুক্তি দিয়া দেখতে গেলে)। বিজ্ঞান বনাম ধর্ম, এই তর্কে যায় আধাশিক্ষিতরা, যারা না জানে বিজ্ঞান না জানে ধর্ম।

আর বিজ্ঞানের সাথে মুসলিমদের কনফ্লিক্ট ছিলো না আগে। খ্রিস্টানদের ছিলো। মধ্যযুগ পর্যন্ত মুসলিমরাই জ্ঞান বিজ্ঞানরে এগিয়ে নিয়ে গেছে। বিজ্ঞানের সাথে মুসলিমদের দূরত্ব বাড়তে শুরু করেছিলো অটোমানদের পতনের পর থেকে শুরু। এখন এই দূরত্ব কমে আসতে শুরু করেছে আবার। এটা কেটে যাবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।