সহজ জীবন - ২০

সফলতা আসলে কী? বিভিন্ন দিক থেকে দেখলে আপনি এর বিভিন্নরকম উত্তর দেখতে পাবেন। সমাজের একজন হিসেবে আপনার সাফল্য একরকম, ব্যক্তি হিসেবে আরেকরকম। আপনার একটা দারুণ ক্যারিয়ার আছে কিংবা লাভজনক ব্যবসা আছে, এগুলো সামাজিক সাফল্য। ব্যক্তিগত জীবনে আপনার নিজের কাছে নিজের সফলতা কোথায়?

আমার যেটা মনে হয়, একজন ব্যক্তির নিজের কাছে নিজের সফলতা হচ্ছে দায়মুক্ত থাকা। দায়মুক্ত বলতে যেমন জাগতিক সম্পদের হিসাবে পাওনাদার না থাকা, তেমনি অন্য আরো অনেক দিক থেকেও লেনা-দেনা না থাকা। আপনি যদি কখনো কাউকে ঠকিয়ে থাকেন, আপনি আর দায়মুক্ত রইলেন না। আপনি যদি কারো সাথে অন্যায় করে থাকেন, তার কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত দায়মুক্ত নন। আবার, পৃথিবীর জন্য কিছু করার ক্ষমতা ছিলো কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত রইলেন, তাহলে এই পৃথিবীর কাছ থেকে দায়মুক্তি ঘটলো না আপনার।

দায় কাঁধে নিয়ে কেউ নিজের কাছে নিজেকে সফল দাবী করতে পারে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।