আমেরিকান আর ইউরোপিয়ান এক্সপার্টরা মাঝে মাঝে সেই লেভেলের স্টেরিওটাইপ সব কথাবার্তা বলে। আমেরিকার ওয়াটার ইনফ্রাস্টাকচারের অবস্থা খারাপ। তো তাদের এক এক্সপার্ট বলতেছে, এটার অবস্থা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মত হয়ে আছে। আমি ভাবতেছিলাম, রিয়েলি? আমাদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু অবস্থা এত খারাপও না (ভিডিওটা দেখলে বুঝবেন, লিংক কমেন্টে)।

মনে মনে ভাবতেছিলাম, এই বেক্কলগুলারে কেউ কিছু বলে না কেন? ভিডিওর মাঝামাঝি এসে ট্রেভর একদম উচিৎ জবাব দিয়ে দিছে! ভাল্লাগছে!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।