ইউটিউবে যদি অপশন থাকতো, তাহলে আমি বাংলাদেশ-ভারত ও পাকিস্থান ব্যান করে রাখতাম ইউটিউবে। কোনকিছু সার্চ করার সময় যেন এই তিনটা দেশ থেকে কোন কনটেন্ট না দেখায়। এই তিনটা দেশের কনটেন্ট ক্রিয়েটরদের অবস্থা এত খারাপ, বলার মত না। সবচাইতে প্যাথেটিক হচ্ছে ভারত আর পাকিস্থানের ইউটিউবাররা। দশ মিনিটের একটা ভিডিওতে ১০০বার দোস্ত/ফ্রেন্ডস বলার দরকারটা কী? উইলস্মিথ, তুমি কিছু বলবা?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।