স্বাধীনতা ধরে রাখার জন্য যোগ্যতা লাগে। ৫০ বছরেও আমাদের কোন উন্নতি না হওয়ার এবং ভারতের অধীনে (আনঅফিশিয়ালী) চলে যাওয়ার পেছনে অন্যতম কারণ এই অযোগ্যতা। আমাদের শিক্ষা ব্যবস্থাকেও এমনভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে যাতে এই যোগ্যতা আমরা আর কোনদিনই অর্জন করতে না পারি। কিন্তু, বর্তমান সময়ে শুধুমাত্র স্কুল-কলেজই একমাত্র জায়গা না যোগ্যতা অর্জন করার জন্য। এখন আমাদের হাতে ইন্টারনেট আছে।

আপনি শিখতে চাইলে, জানতে চাইলে, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে চাইলে অনলাইনই যথেষ্ঠ। অনলাইনে অফুরন্ত রিসোর্স আছে। আপনাকে শুধু চাইতে হবে। এদেশের স্বাধীনতা ধরে রাখা নিয়ে যদি আপনার ভেতরে আসলেই কোন বোধ কাজ করে, তাহলে নিজেকে যোগ্য করে তুলুন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।