প্যারেন্টিং - ৩৬
সবকিছুর উপরে একজন মানুশের সাথে আরকেজন মানুশের সম্পর্কই যে অনলী ম্যাটার করে, এটা কেউ ছোটবেলা বুঝতে পারলে সে কখনো স্বার্থপর ও হিংসুক হবে না।  আপনার বাচ্চাকে এই রিয়েলাইজেশনটা দেয়ার চেষ্টা করবেন। এন্ড অব দ্য ডে মানুশ কতটা একা ও নিঃসঙ্গ, এটা বুঝাতে পারলে সবচাইতে ভালো।                                                            
 
                                                                    
                                                                    কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।