থিংকার ক্লাবের আর্টিকেল এডিটরে Related from vAi প্যানেলটা হচ্ছে থিংকার ক্লাবের পেইড ফিচারগুলোর ভেতরে অন্যতম একটা ফিচার। যেকোন বিষয়ে লেখালেখি করার সময় আমাদের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স vAi আপনাকে সেই বিষয়ের উপরে বিভিন্ন ধরনের তথ্য ও ফ্যাক্ট জানাবে। ডান দিকের এই প্যানেলটায় সেসব তথ্যের আংশিক দেখাবে এবং ক্লিক করলে রেফারেন্স সহ বিস্তারিত জানাবে। vAi এর এই তথ্য ব্যাংক প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছে এবং এর উৎকর্ষতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি।
আর নিচের More from vAi-এ ক্লিক করলে আরো চমৎকার একটা প্যানেল আসে যেখানে তথ্য ও ফ্যাক্টের পাশাপাশি আরো অনেক ধরনের সাহায্য পাবেন। এই প্যানেলটা নিয়ে আরেকদিন বলবো অথবা আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।