হঠাৎ করে বাতাসের কোয়ালিটি এতটা খারাপ কেন হচ্ছে? ঢাকা সিটির ভেতরে AQI দেখলাম ৬০০ এর উপরে, উত্তরার দিকে ৪০০ থেকে ৫০০-তে উঠানামা করছে। AQI ৩০০ এর বেশী হওয়া মানেই হ্যাজার্ড সিচ্যুয়েশন, তখন গ্যাস মাস্ক পড়ে থাকতে হয়। আমার এয়ার পিউরিফায়ার ২৪ ঘন্টা টানা কাজ করেও রুমের AQI ৫০ এর নিচে নামাতে পারছে না (AQI ৫০ এর নিচে থাকা হচ্ছে স্বাস্থ্যকর অবস্থা)।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।