কত ভালো ভালো লেখালেখির সাইট যে হারিয়ে গেল। সাথে অনেক গুরুত্বপূর্ন লেখাও। এই হারিয়ে যাওয়ার পেছনেন নানা ধরনের কারণ থাকে। অর্থনৈতিক কারণ, ব্যস্ততার জন্য মেনটেইন করতে না পারা, আগ্রহ হারিয়ে ফেলা ইত্যাদি ইত্যাদি। কোন সাইট থেকে যদি রেগুলার একটা ইনকাম আসতে থাকে, তাহলে মনে হয় এই হারিয়ে যাওয়া ঠেকানো সম্ভব। এমনকি সাইটের মালিক মারা গেলেও সাইট যদি নিজেই নিজের খরচ তুলে যেতে পারে, তাহলে হারানোর তো কথা না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।