রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যে পশ্চিমারা (আমেরিকা ও ইউরোপ) ইউক্রেনকে সাহায্য করবে না, এইটুক বুঝ যার নাই সে ইউক্রেনের প্রেসিডেন্ট কিভাবে হলো? সিরিয়াসলি!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।