উত্তরায় কাচ্চি ভাই যখন প্রথম আসে, তখন এদের বিরিয়ানীটা চমৎকার ছিলো। ২৫০ টাকার বিরিয়ানীতে এত রাইস দিতো যে দুইজন খাওয়া যেত। আর মাটন পিস দু'টোও সলিড ছিলো, ৮০% মিট থাকতো অন্তত। আর এখন বিরিয়ানীর প্রাইস ৩০০ টাকা, রাইস আগের চাইতে অর্ধেক প্রায় এবংমাটন পিস দু'টোতে খাওয়ার মত কিছুই থাকে না (৮০%-ই হাড্ডি)। এরপরেও কাচ্চি ভাই পাবলিক এখনো কেন খায় কে জানে!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।