ইন্টারনেট এখন যেরকম ওপেন আছে, এরকম আরো দুই/তিন'শ বছর যদি থাকে, তাহলে পৃথিবী থেকে অনেক ভাষাই বিলুপ্ত হয়ে দুই/একটা ভাষা প্রাধান্য বিস্তার করবে। এক ভাষাও হতে যেতে পারে। দেশ ও সীমান্ত জিনিষটাও কাজ করবে না অধিকাংশের মননে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।