ঢাকার বাইরে গেলেই (সে যেখানেই হোক) আমার কাজের মোটিভেশন বেড়ে যায়। কাজের স্পিডও বাড়ে অনেক। বাংলাদেশের সব জায়গায় যদি ইন্টারনেট স্পিড ভালো থাকতো তাহলে ৬৪ জেলা ভ্রমণে বের হতাম। প্রতি মাসে নতুন একটা জেলায় এক সপ্তাহ করে ৬৪ মাসে ৬৪ জেলা। কাজও হতো, বাংলাদেশও দেখা হয়ে যেত।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।