ইন্টেলেক্ট আর ইনটুইশন এক হয় যখন, তখন কী হতে পারে তার একটা বাস্তব প্রমাণ স্টিভ জবস। স্টিভ জবস নিজে বলে গেছেন, পশ্চিমারা শুধুমাত্র ইন্টেলেক্ট দিয়ে চলে আর দক্ষিন এশিয়ার লোকজন ইনটুইশন দিয়ে। অ্যাপলের প্রোডাক্টগুলো ডিজাইন করার সময় তিনি শুধুমাত্র ইন্টেলেক্টের উপরে ভরসা করেন নাই, ইনটুইশন ব্যবহার করেছেন। মাইক্রোসফট ও গুগলের সাথে অ্যাপলের প্রোডাক্টের পার্থক্যের জায়গাটা তৈরি করেছে এই বিষয়টা।

বাংলাদেশীদের নিয়ে আমি এত আশাবাদী হওয়ার কারণও এটা। গড় বাংলাদেশীদের ব্রেইন অনেক ভালো এবং ইনটুইশন ও অসাধারণ কিন্তু ইন্টেলেকচ্যুয়ালি পিছিয়ে আছে। এই জায়গাটা নিয়ে আমি কাজ করতে চাই। এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।