সুইসাইডরে গ্লোরিফাই না করাই ভালো। বিশেষ করে যিনি সুইসাইড করেছেন, তার প্রতি সহানুভূতি দেখাতে থাকলে এটা আরো অনেক মানুশরে আত্মহত্যায় প্ররোচিত করবে।
একটু সিম্প্যাথি পাওয়ার জন্য কিংবা একটু আলোচিত হওয়ার জন্য আত্মহত্যার স্টেপ নেয়ার মত মানসিক সমস্যা বহু লোকেরই আছে। বিশেষ করে যারা এমনিতেও আত্মহত্যা করে বা করার কথা ভাবছে, তারা ফেসবুকে লাইভে এসে শুরু করবে এবং সেটা অন্যদের প্রভাবিত করবে। পরে দেখা যাবে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা ট্রেন্ডে পরিনত হয়েছে। তখন এটা ঠেকানো কঠিন হয়ে যাবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।