বন্ধুত্ব - ২২
এখন মানুশ কোনকিছু পাওয়ার জন্য বন্ধুত্ব করে। চাওয়া-পাওয়ার হিসাব না মিললে বন্ধুত্ব রাখে না আর। তারপর, একদিন যখন জাগতিক চাওয়া-পাওয়া কমে আসে, যখন সত্যিকার অর্থে আরেকজন মানুশকে পাশে চায়, কাউকেই খুঁজে পায় না।
এই একাকিত্ব তার নিজের অর্জন। বন্ধুত্ব সম্পর্কে অজ্ঞতার ফল।