পার্টনারশীপ - ২
অন্যরে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে গিয়ে যে পার্টনারশীপ তৈরি হয়, সেটাই বেস্ট পার্টনারশীপ। কিন্তু, আপনি এমন কাউকে সাহায্য করতে পারবেন না যে আপনাকে শ্রদ্ধা করে না বা নিজেকে আপনার চাইতে বড় কিছু ভাবে বা আপনাকে ছোট ভাবে।
এই ছোট-বড় ভাবনাগুলোতে অনেক ভুল আছে। আপনি যে বিষয়ে বড়, অন্যরেও সে একই বিষয়ে বড় হতে হবে এমন কিন্তু না। নিশ্চিত থাকেন, সে অন্য কোন বিষয়ে আপনার চাইতে বড়। আপনি সেই বিষয়েই এতই অজ্ঞ যে ধরতে পারতেছেন না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।