মানুশ কী চায়?

এই পৃথিবীতে মানুশ তার নিজের জন্য নির্দিষ্ট কিছু চায় না আসলে। এখানে তার চাওয়ার নির্দিষ্ট কোন গন্তব্য নেই। তাই, একটা গন্তব্য ঠিক করার পর সেখানে পৌঁছে সে হতাশ হয়। অন্য গন্তব্য খুঁজতে শুরু করে তখন। যারা ঐ একটা গন্তব্যেও পৌঁছাতে পারে না, শুধুমাত্র তারাই বলে যে তারা লাইফে ওটা চেয়েছিলো—পায় নাই।

ব্যক্তিগত জীবনে নির্দিষ্ট কোন গন্তব্যের জন্য অপেক্ষা না করে জার্নিটা উপভোগ করতে পারলে আপনার জীবন সুন্দর কাটবে।

আর নিজের গন্তব্যের দিকেই শুধু না হেঁটে অন্যরে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করা বেশী আনন্দদায়ক। কারণ, ঐ গন্তব্যে যেহেতু আপনি নিজে পৌঁছাচ্ছেন না সেহেতু হতাশ বা বোর হওয়ার কোন ব্যাপার এখানে থাকে না। ফলে, আনন্দটা হারিয়ে যায় না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।