লুঙ্গি আমার পছন্দের পোশাক না। শেষ কবে পড়েছি মনেও নেই। কিন্তু লুঙ্গি পড়া অনেক লোক আমি দেখেছি। তাদের কাউকে কখনো পাবলিকের সামনে ওভাবে চুলকাতে দেখিনি। এভাবে কারো সামনে চুলকালে সেটা তো আসলেই খারাপ। কতটা রুচিহীন হলে কেউ এটা করতে পারে? বিশেষ করে একটা মেয়ের সামনে! আর কোন মেয়ে যদি এরকম রুচিহীনদের মাঝে বড় হয়ে থাকে এবং এরকম রুচিহীনদের সাথেই এখনো থাকতে বাধ্য হয়ে থাকে বা তার আশেপাশে এধরনের রুচিহীনদেরই ভীর লেগে থাকে, তার জন্য আমার আন্তরিক সমবেদনা। তবে, নিজের এই ক্ষুদ্র গন্ডি দিয়ে সমগ্র পৃথিবী বুঝলে; সেটা একটা সমস্যাই!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।