প্যারেন্টিং - ৩৪

আমি এমন অনেক বাচ্চাদের দেখেছি যাদের চোখের ভেতরে ভয়। প্যারেন্টসদের অতি শাসনে এদের ভেতরে একটা পার্মানেন্ট ভয় ঢুকে গিয়েছে। এটা যে কতটা ক্ষতিকর যদি ঐ প্যারেন্টসরা জানতো তাহলে নিজেদের বাচ্চাদের এই ভয়ের পরিবেশ থেকে বের করে আনতো।

কেন বাচ্চাদের বকাঝকা ও ভয়ের ভেতরে রাখা খারাপ? কী হয় আসলে?

করটিসল (Cortisol) নামে একটা হরমোন আছে যেটা রিলিজ হয় যখন আমরা স্ট্রেসে থাকি। এই হরমোন আমাদের মুড, মোটিভেশন ও স্ট্রেস কন্ট্রোল করে। এটা হচ্ছে আমাদের শরীরের ন্যাচারাল এলার্ট সিস্টেম। যখন আপনি বাচ্চাকে খামোখাই বকাঝকা করতে থাকেন, তাকে ভয়ে ভয়ে রাখেন তখন তার শরীরে এই হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। সে সবসময়ই একটা ভয়ের ভেতরে থাকে, কখন আর কী ভুল করে ফেলে, কখন আপনার বকা খায়।

তো, আপনার ভয়ে ভয়ে থাকা বাচ্চাটার শরীরে করটিসলের ব্যালেন্স নষ্ট হলে কী হয়? এটা তার শরীরের অনেক গুরুত্বপূর্ন ফাংশানরে শাট-ডাউন করে দেয়। দেশে জরুরী অবস্থা জারি হলে যেরকম হয় আরকি। এই শাটডাউনের তালিকায় আছে হজম প্রক্রিয়া, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইমিউন সিস্টেম বা রোগ-প্রতিরোধ ব্যবস্থা, গ্রোথ প্রসেস বা তার বেড়ে ওঠা (কথ্য ভাষায় লম্বা-চওড়া হওয়া) থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ন সব বন্ধ থাকে বা বাঁধাগ্রস্থ হয়।

এই বাচ্চাগুলোর ইমিউন সিস্টেম খুব দুর্বল হয় ফলে একটা বয়স পরে নানা ধরনের রোগে আক্রান্ত হয়। এদের ব্রেইন ঠিকমত ডেভেলপ হয় না ফলে জীবনে খুব বেশী উন্নতি করতে পারে না। এদের সাহস কমে যায়, ক্রিয়েটিভিটি ধ্বংস হয়ে যায়, ক্রিমিনাল মাইন্ডসেট গ্রো করে ক্ষেত্রবিশেষে।

ভাবেন তাহলে সেই বাচ্চাটার কথা, যে সবসময় ভয়ে ভয়ে থাকে। যারে আপনি বকাঝকার ও মাইরের উপরে রাখছেন। এমনকি আপনি তারে বকাঝকা না করলেও বাসায় যে ঝগড়া-ঝাটি করেন, চিৎকার চেঁচামেচি করেন, সেটাও তার ভেতরে এধরনের ভয় তৈরি করে। এসব করে আপনি নিজের বাচ্চাদের আক্ষরিক অর্থেই আপনি ধ্বংস করে দিচ্ছেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।