প্রতিদিন একটা বই পড়ে শেষ করা সম্ভব হলে আমি সম্ভবত বছরে ৩৬৫-টা বই-ই কিনতাম। অনেক বই কিনে সেলফে সাজিয়ে রাখা, পড়ার সময় পাচ্ছি না। তাই বই কেনা একটু কমিয়ে দিয়েছি। কয়েকদিন আগে অসীম পিয়াস-এর 'দ্যা ফোর আওয়ার ওয়ার্ক উইক' বইটা ফেসবুকে দেখে ভাবলাম অর্ডার দিয়ে ফেলি, সাথে উইশলিস্টে থাকা আরো তিনটা বই-ও নিয়ে নিলাম।
বাংলা অনুবাদ বই সাধারণত কিনি না। অধিকাংশ অনুবাদকের লেখাই আমি পড়তে পারি না। কিন্তু অসীম পিয়াস বেশ ভালো লেখক। অনুবাদক হিসেবে চমৎকার! আগামী সপ্তাহে একটা ডেডলাইন আছে, তাও এক চ্যাপ্টার পড়ে ফেললাম এই অফিস টাইমে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।