হো লাল মেরি (পাট) রাখিও বালা ঝুলে লালরে
সিন্দিরিদা সেবর দা সাকি সাবাস কালান্দার
দমাদম মাস্ত কালান্দার আলীদা বম্বে আন্দার
দমাদম মাস্ত কালান্দার আলীদা প্যায়লা নাম্বার।।
কনটেক্সটঃ ঢাকা ভার্সিটিতে কাওয়ালী ইভেন্টে ভাঙচুর চালায় ছাত্রলীগ, এজন্য ফেসবুকে আমরা এই কাওয়ালী পোস্ট করেছি সবাই মিলে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।