আমি যখন কাজ করি তখন সামনে তিনটা মনিটর থাকে। একটা 10 bit HDR ডিসপ্লে, একটা মিড রেঞ্জ গেমিং মনিটর আর ম্যাকবুকের মনিটর। তো, কোন ডিজাইন করার পর তিন মনিটরে তিন রকম দেখায়। কারণ, দামী মনিটরগুলোতে ইমেজ যেভাবে দেখাতে পারে সাধারণ বা মিড রেঞ্জ মনিটরগুলোর পক্ষে তা সম্ভব না।

মানুশের দেখার ক্ষমতা তার বাস্তবতারে কিভাবে পরিবর্তন করে দেয়, তার একটা ভিজ্যুয়াল প্রেজেন্টেশন করা যায় এই ব্যাপারটা দিয়ে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।