মনের ভেতরে অহংকার না আসা পর্যন্ত একজন ব্যাক্তি আরো বড় ও জ্ঞানী হতে থাকে। অহংকার এসে গেলেই এই অগ্রগতি থেমে যায়। মূর্খরা সবচাইতে বেশি অহংকারী হয়ে থাকে এবং অহংকারের কারণে তাদের মূর্খতা দূর হওয়ারও কোন উপায় থাকে না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।