আজকে ১১:৪৫ থেকে ১২:১০ পর্যন্ত কমপক্ষে দুই'শ ফানুশ উড়তে দেখলাম। আমাদের কাছেই এক বিল্ডিং থেকে ফানুশ উড়িয়েছে। সম্ভবত হোম মেড ছিলো, মেজারমেন্ট ভুল ছিলো। ফলে এটা আকাশের দিকে না গিয়ে রাস্তার দিকে চলে গেল। ভয়ে ভয়ে ছিলাম আগুন লেগে যায় কিনা কোথাও। এরকম তিনটা ফানুশ দেখলাম রাস্তার দিকে যেতে। এগুলো থেকে আগুন লাগাই তো স্বাভাবিক, তাই না?
যাত্রাবাড়সহ ঢাকায় ৬ জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে ফানুশ থেকে। সারা দেশে দুই'শতাধিক আগুন লাগার রিপোর্ট হয়েছে ৯৯৯ নাম্বারে। এই জিনিষ নিষিদ্ধ করা হোক।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।