মানুশ বলতে যদি আপনি শুধু একটা শরীরই বুঝে থাকেন তাহলে বলেন তো, এই Conjoined Twins যখন গাড়ি চালানোর মত বিপদজনক একটা কাজ করে, তখন কোন ব্রেইনটা সিদ্ধান্ত নেয়? দুই ব্রেইন একসাথে সিদ্ধান্ত নিলে দুইটা ব্রেইনেরই পারফেক্ট সিন্ক্রোনাইজেশন লাগবে। সেটা কি সম্ভব? সম্ভব হলে সেই সিন্ক্রোনাইজেশন-এর পেছনে কে বা কী কাজ করছে?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।