বাংলাদেশের প্রতিটা ঘরে RO (Reverse Osmosis) প্রযুক্তির পানির ফিল্টার থাকা একেবারে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এই প্রযুক্তির ভালো পিউরিফায়ারগুলোর দাম একটু বেশী, কিন্তু ফ্যামিলির কারো ক্যান্সার হলে যে পরিমান খরচ হয় সে তুলনায় নগন্য।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।