প্যারেন্টিং - ৩২
কিভাবে যেন স্পেস নিয়ে তাতিনের ভেতরে গভীর আগ্রহ তৈরি হয়েছে। সময় পেলেই ইউটিউব কিডসে স্পেস নিয়ে ঘাঁটাঘাটি করে। তারপর আমাকে এক গাদা পশ্ন করে যেগুলোর অধিকাংশই আমার জানা নাই। ফলে, আমরা দুইজন মিলে সার্চ দেই। তেমনি এক গবেষণাময় সময়ের মাঝে তুলেছি এই ছবিটা।
তো, এই প্রশ্নগুলোর ভেতরে কিছু প্রশ্নের উত্তর ও বুঝতে পারে না। তখন ওকে বলি- এগুলো বুঝতে হলে তোমাকে আরো ম্যাথ জানতে হবে। ফিজিক্স-ক্যামেস্ট্রি জানতে হবে। তখন ওর ম্যাথ করার আগ্রহ আরো বেড়ে যায় এবং কবে ফিজিক্স ক্যামেস্ট্রি পড়াবে স্কুলে সেটা জানতে চায়। এই জানতে চাওয়াটা একদম নিজের ভেতর থেকে আসা। এগুলো সে বাহবা পাওয়ার জন্য করছে না কিংবা স্কুলে ভালো রেজাল্টের জন্যও না। এগুলো ওর ভেতর থেকে আসছে। একটা বাচ্চার ভেতরে এভাবে আগ্রহ তৈরি হওয়ার পর তাকে নিয়ে আপনার আর ভাবতে হবে না।
কিভাবে জাগাবেন এই আগ্রহ?
একটা সহজ উপায় হচ্ছে বাচ্চাদের পছন্দের বিষয়গুলোকে আরো এক্সপ্লোর করার উপায় হিসেবে কী পড়তে হবে তা দেখানো। তখন সে নিজে থেকেই শিখতে শুরু করবে। জ্ঞান পিপাসা জাগানোর এরচাইতে ভালো উপায় নেই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।