পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে নন-ফিকশন বই লেখা। একটা ভালো বই লেখার জন্য যে কী পরিমান পড়তে হয় আর চিন্তা করতে হয়, যারা কখনো লেখেন নাই তারা কল্পনাও করতে পারবেন না। একজন ফুলটাইম অন্য প্রফেশনের লোকের পক্ষে হুট করে একটা নন-ফিকশন লেখা প্রায় অসম্ভব (সেটা তার প্রফেশন রিলেটেড না হলে)। যারা লিখছেন, তারা আসলে তাদের সারা জীবনের পড়ালেখা ও চিন্তার উপর ভিত্তি করে লিখেন। ফলে, ভালো বই কিংবা ভালো চিন্তা পেতে হলে একটা সমাজে কিছু এরকম কিছু ডেডিকেটেড মানুশ লাগে। এবং এদের স্বাধীনতা থাকতে হয়।
বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক দিক থেকে এত পিছিয়ে আছে কারণ এখানে এধরনের লোকজন নাই তেমন। যে অল্প কয়েকজন আছে, তারা আবার স্বাধীন না। আমার একটা অন্যতম স্বপ্ন হচ্ছে— আমি এরকম কিছু স্বাধীন ইন্টেলেকচ্যুয়াল তৈরিতে অবদান রেখে যাবো।

পুনশ্চঃ ফিকশন লেখকদের কথা বলিনি কারণ, ফিকশন চেষ্টা করলেও লেখা যায় না। এটা গড গিফটেড ট্যালেন্ট।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।