পাঁচ হাজার লোক যদি বছরে ১০০ টাকা করে দেয় তাহলে ৫ লাখ টাকা হয়। মাসে ৪১,৬৬৬ টাকা। একজন কবি/সাহিত্যিক/বুদ্ধিজীবি বা চিন্তকের জীবন চালানোর জন্য যথেষ্ঠ। এরকম একটা ব্যবস্থা করা গেলে সত্যিকার অর্থে কিছু চিন্তক তৈরি হবে যাদেরকে কোন মিডিয়া কিংবা রাজনৈতিক দল/মতের কাছে মস্তক বন্ধক রাখতে হবে না। এই ব্যবস্থাটাই চালু করতে যাচ্ছি Thinkr Club থেকে।
তো, একজন পাঠক হিসেবে আপনি এরকম কতজনকে সাবস্ক্রাইব করবেন ১০০ টাকা দিয়ে? সংখ্যাটা জানাতে পারেন, চাইলে নামগুলোও দিতে পারেন। কমেন্টে বলতে না চাইলে ইনবক্সে জানান।
পুনশ্চঃ এখানে আমার লেখা সাবসক্রাইবের কথা বলা হয়নি। আপনার প্রিয় অন্য লেখকদের কথা বলেছি যারা থিংকারের সার্ভিস ব্যবহার করে নিজেদের সাবস্ক্রিপশন চালু করতে পারবে এবং আপনারা আপনাদের প্রিয় লেখক/চিন্তকের লেখা পড়তে পারবেন তাদের নিজেদের সাইট থেকে। এই যেমন ত্রিভুজ ডট নেটের মত তাদের একটা নিজস্ব সাইট থাকবে। থিংকার ক্লাব প্লাটফর্ম ও সফটওয়্যার প্রোভাইড করবে।