মানুশ ক্রমাগত নিজের ভেতরে অন্যের মূর্তি তৈরি করতে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো একজন অন্যজনের এই মূর্তি বানাতে গিয়ে মূলত তার নিজের মূর্তিই বানায়। সে এটা বুঝতে পারে না।
মানুশ যেমন এলিয়েন আঁকতে গিয়ে মাথা-নাক-চোখ-কান আঁকে, এরকম আরকি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।