প্যারেন্টিং - ৩১

যা যা রিয়েলাইজ করছি এই ছোট জীবনে এবং যা যা বলতে চাই, সেগুলো দেখি অন্যরা আগেই বলে ফেলছে। জ্যাক মা এখানে যা বলেছে, এটা নিয়া একটা বয়ান আছে আমার প্যারেন্টিং বইয়ে। ভয়ে ভয়ে ছিলাম, পাবলিক দৌড়ানি দেয় কিনা। যাক, জ্যাক মা বলে দিয়ে ভালো করছে।

I told my son:
you don't need to be in the top three in your class; being in the middle is fine, so long as your grades aren't too bad.

Only this kind of person has enough free time to learn other skills.
- Jack Ma (Founder of Alibaba Group)

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।