নতুন যা শিখতে শুরু করি সেটারই প্রেমে পড়ে যাই। মনে হয় সব বাদ দিয়ে এটা নিয়েই থাকি। কী এক মুসিবত! কয়েক হাজার বছর বাঁচলে সম্ভবত পৃথিবীর সবকিছু শিখে ফেলতাম।
অফিসের ইন্টেরিয়র করাবো। তো, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটু ঘাঁটতে গিয়ে মজা পেয়ে গিয়েছি। আলটিমেটলি একজন ডিজাইনারকে দিয়েই করাবো। কিন্তু ব্রান্ডিং এর জন্য পারফেক্ট কালার ঠিক করতে হবে। সাদা-কালো-অরেঞ্জ, এই তিনটা কালারের কম্বিনেশন নিয়ে ভাবতেছি। সাদা-কালো কম্বিনেশনে ফার্নিচার খুব চমৎকার লাগে, কিন্তু কার্পেট/ম্যাট আর পর্দা নীল ভালো লাগে। ওয়েবসাইট, প্রিন্টিং ম্যাটেরিয়ালে কালোর সাথে নীল ভালো যায় না, কমলা ভালো লাগে। সাদা-কালো-কমলারে যদি ব্রান্ডিং এ ব্যবহার করি, তার সাথে অফিস রুমে নীল কার্পেট আর পর্দা যাবে কিনা বুঝতেছি না। কিন্তু এই সেটিংসটা খুব ভালো লাগতেছে। কী করা যায়... কী করা যায়!