আমরা আইটি ইন্ড্রাস্ট্রির লোকেরা যে সবসময় বলি—বাংলাদেশী ক্লায়েন্টরা প্রশংসা করে না, বিদেশী ক্লায়েন্টরা কত সুন্দর প্রশংসা করে এবং বোনাসও দেয়। নিজের অভিজ্ঞতা থেকে দেখলাম, প্রশংসা করলে এদেশের লোকজন কাজের কোয়ালিটি কমিয়ে দেয়। বিশেষ করে বিদেশীদের সাথে কাজের অভিজ্ঞতা নাই এরকম লোকজন/কোম্পানীগুলো এই কাজ করে। এটা সম্ভবত আমাদের জাতীয় সমস্যা। এজন্যই বাংলাদেশী ক্লায়েন্টরা প্রশংসা করতে চায় না হয়তো!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।