ফেসবুক যে 'খারাপ', সেটা আমাদেরকে ফেসবুকে এসেই বলতে হয়। আর তো কোথাও বলার জায়গা নাই। বলার একটা জায়গা দরকার, কি বলেন? তো, এই বলার জায়গা যদি ফ্রি হয় তাহলেও তো সমস্যা। তখন পাবলিক ডাটা বেচার অভিযোগ তুলবে। কিন্তু, পেইড করলে কি কেউ আসবে? আপনি আসবেন?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।