আমার ওয়ার্ক ডেস্কের পাশে কী সোন্দর রইদ এসে পড়ে। দুপুরে গোছল করে এক ঘন্টার মত এই রইদ পাই। আর বারান্দায় যাওয়া লাগে না।
শীতকালে প্রত্যেকদিন গোছল করবেন। তারপর আধা ঘন্টা রইদে বইসা থাকবেন। ভিটামিন ডি পাইবেন, শরীর ও মন ভালো থাকবে।
এই পরামর্শ যাদের কাজে লাগবে, তারা আমারে এক'শ টাকা বিকাশ করবেন। যারা লাভ দিবেন নাকি হাহা দিবেন ভেবে কনফিউড, তারা দুই'শ দিবেন।
হ্যাশট্যাগঃ নো ফ্রি এডভাইস
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।