তিনটা টার্কিশ টিভি সিরিজ দেখে ওদের ফ্লিম ইন্ড্রাস্ট্রিরে বলিউড কোয়ালিটি ভাবতে শুরু করেছিলাম। টার্কিশ সিরিজ বা মুভি দেখার আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছিলো। Mucize The Miracle দেখে মনে হলো- নাহ, আরো কিছু টার্কিশ মুভি দেখা যেতে পারে।
ট্রু-স্টোরি বেসড মুভি। ভালো লাগছে।