তিনটা টার্কিশ টিভি সিরিজ দেখে ওদের ফ্লিম ইন্ড্রাস্ট্রিরে বলিউড কোয়ালিটি ভাবতে শুরু করেছিলাম। টার্কিশ সিরিজ বা মুভি দেখার আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছিলো। Mucize The Miracle দেখে মনে হলো- নাহ, আরো কিছু টার্কিশ মুভি দেখা যেতে পারে।
ট্রু-স্টোরি বেসড মুভি। ভালো লাগছে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।