বাংলাদেশের লেখকরা বই বিক্রি হয় না বলে হা-হুতাশ করে। কিন্তু তাদেরকে বই বিক্রি বাড়ানোর জন্য কিছু করতে দেখা না সচরাচর; বরং সাধারণের বোধগম্যতার বাইরে লেখালেখি করতে পারারে এদেশে স্টাবলিশ করেছে যা তাদের পাঠক আরো কমিয়ে দিয়েছে। গত ৫০ বছরে সেবা প্রকাশনী ও হুমায়ূন আহমেদ কিছু পাঠক তৈরি করতে পেরেছে। আমাদের 'এলিট' ইন্টেলেকচ্যুয়ালরা আবার সেবা এবং হুমায়ূন, কাউকেই দেখতে পারে না।

একাডেমিক বইয়ের বাইরে এদেশে সবচাইতে বেশী বিক্রি হয় ইংরেজী বই। এই পাঠকদের অধিকাংশই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ও হাই প্রোফাইল ব্যক্তিরা। ইংলিশ মিডিয়ামের কথা বিশেষ করে উল্লেখ করলাম কারণ, আমাদের এখানে পাঠক তৈরি না হওয়ার জন্য দায়ী আমাদের এডুকেশন সিস্টেম। একটা মুখস্ত-বিদ্যা সিস্টেমের ভেতর দিয়ে যাওয়া এবং ৯টা-৫টা সরকারী চাকুরী করার স্বপ্ন নিয়ে গড়ে ওঠা জনগনকে বই পড়ানো কঠিন। এডুকেশন সিস্টেম বদলাতে পারলে এখানে প্রচুর পাঠক তৈরি হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।