আমি ফ্লিম-মেকার হলে একটা টিভি সিরিজ বানাতাম যেটার প্লট হতো এরকম-
পোস্ট এপক্যালিপ্টিক এরা। পৃথিবীর কোন ইলেক্ট্রনিক্স আর কাজ করছে না। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, নগর সভ্যতার পতন ঘটেছে। Revolution টিভি সিরিজটায় যেরকম দেখায় আরকি। কিন্তু, Revolution-এ যা দেখায় সেটা বাস্তব ভিত্তিক না। ভ্যালিড সায়েন্টিফিক ফ্যাক্ট আছে, এরকম ঘটার সম্ভবনা নিয়ে, সেটা দেখাতাম।
তো, যেহেতু যোগাযোগ নাই, নগর সভ্যতা নাই, মানুশ ফিরে গেছে কৃষি সভ্যতায়। কৃষি সভ্যতায় যাওয়াতে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ এলাকা হয়ে উঠতে শুরু করেছে উর্বর পলল-ভূমির অঞ্চলগুলো। ফলে, বাংলাদেশ হয়ে গিয়েছে বসবাসের জন্য সবচাইতে উপযোগী ভূমি।
এখন, পৃথিবীর বিভিন্ন দেশে যে মাইগ্রেন্ট বাঙালিরা আছে, তারা বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখছে। অস্ট্রেলিয়ার, আমেরিকার অনুর্বর ভূমিতে অনেক কষ্ট করে কৃষি কাজ করে আর বাংলাদেশে স্মৃতিচারন করে। দেশে কিভাবে ব্যাক করা যায় সেই পরিকল্পনা করে। এদের ভেতরে একদল সাহসী লোক গাছ কেটে জাহাজ বানিয়ে রওনাও দিয়ে দেয়।
এরকম অনেককিছু নিয়ে অনেক ইন্টারেস্টিং সব ঘটনাবহুল একটা সিরিজ। মেকিং স্টাইলটা হলিউড টাইপ হবে। Revolution, LOST সিরিজগুলোর মত অ্যাকশন ড্রামা টাইপ।
যারা নাটক-সিনেমা-সিরিজ তৈরি করেন, তারা চাইলে এই প্লট-টা ব্যবহার করতে পারেন। আরো ডিটেইলস আইডিয়া ও ফ্যাক্ট লাগলে যোগাযোগ করতে পারেন। এরকম একটা সিরিজ দরকার আসলে।