নেটওয়ার্কিং - ১১

ভালো নেটওয়ার্কিং এর জন্য আপনাকে এই চারটা বিষয়ে সচেতন হতে হবে- Confidence, Appearance, Temperance & Sense of humor.

Confidence/আত্মবিশ্বাস, সবাই জানেন এটা কী এবং কিভাবে কাজ করে। কোন বিষয়ে আত্মবিশ্বাসের অভাববোধ করলে আত্মবিশ্বাসের ভান করাও কাজে দেয়।

Appearance/এপিয়ারেন্স এর ভালো বাংলা কী হতে পারে ভাবছিলাম। যাহোক, এপিয়ারেন্স কী তা তো মনে হয় জানেন আপনারা। এটা গুরুত্বপূর্ণ। বাংলা একটা প্রবাদও আছে এটা নিয়ে- আগে দর্শনধারী পরে গুণবিচারি। ফলে, এই বিষয়ে যত্নবান হওয়া লাগবে। এক্ষেত্রে অতি আত্মবিশ্বাসী হয়ে বিপ্লবী হইতে যাইয়েন না (এই যেমন লুঙ্গি পড়ে ঢাকা ক্লাব বা ওয়েস্টিনে ঢুকে যাওয়া)। ঐটারে আত্মবিশ্বাস বলে না।

Temperance/মেজাজ নিয়ন্ত্রনে রাখতে পারা অনেক গুরুত্বপূর্ণ। এর বেশী আর বলার দরকার নেই মনে হয়।

Sense of humor/সেন্স অফ হিউমার ভালো থাকলে আপনি সহজে মিশতে পারবেন যেকোন জায়গায়। যে আপনাকে হাসাতে পারে তার সাথে সহজ হওয়া সহজ। তাকে মানুশ দ্রুত বিশ্বাসও করে। তাই রামগরুরের ছানা হওয়া যাবে না (বাংলাদেশে কলকাতার সাহিত্য পড়ে যারা রামগরুরের ছানা হয়েছেন, তারা একটু হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশুনা কইরেন যে! আর ৬০ এর দশকের সাহিত্যিকদের দ্বারা এত প্রভাবিত হইয়েন না।)।

তো, এই আরকি। এসব নিয়ে একটু ভাইবেন। আপনার দ্বিমত থাকতেই পারে, অত সিরিয়াস হইয়েন না। চিল!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।