জীবন থেকে আমার সবচাইতে বড় শিক্ষাটা হচ্ছে- মানুশের সাথে ভালো ও ফেয়ার থাকা সবচাইতে ভালো পলিসি। হেল্প করা, গোচরে বা অগোচরে। এটা তারা নোটিশ না করলেও আপনি নিজে থেকে করতে থাকবেন। কোনধরনের ফলাফল আশা না করেই।

মজার বিষয় হলো, এগুলো সবসময় রিটার্ন করে। আপনার পথ তাদের সাথে একদিন ক্রস করবেই। আর মানুশ ভুলে না।

তবে, উলটোটাও ঘটে। যখন আপনি কারো জীবন পরিবর্তন করে দেয়ার মত ফেভার করবেন, তারা আপনার থেকে দূরে সরে যাবে। এমনকি আপনার ক্ষতি করারও চেষ্টা করবে। আমাদের নিজেদের ফ্যামিলিতেই দেখেছি এটা। যারা আমাদের বাসায় থেকে পড়াশোনা করে বড় হয়েছে, এরা পরবর্তীতে দূরে সরে গেছে। কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে আমাদের বিরুদ্ধে অন্যদের কাছে উলটা পালটা বলেছে। এটা তারা করে হীনমন্যতা থেকে, আই গেস! কারো জন্য খুব বেশী করলে তারা নিজেদেরকে আপনার থেকে ছোট ভাবতে থাকে। এর ফলে এরা আপনাকে সবসময় ছোট করার একটা দুর্বল চেষ্টা করে যেতে থাকে। সেল্ফ ডিফেন্স টাইপ ব্যাপার আরকি।

কিন্তু, নিজেদের ভেতর থেকে তারা জানে আপনি তাদের জন্য করেছিলেন। যতই আপনার পেছনে লেগে থাকুক, মানুশের সহজাত প্রভৃতি তাদেরকে এটা কখনো ভুলতে দিবে না। একদিন না একদিন তারা নিজেদের ভুল বুঝবেই। সুতরাং তাদের ব্যাপারে চিল!

তো, মূল কথা হচ্ছে- বি ফেয়ার, বি হেল্পফুল। ইটস এমাজিং!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।