ভালো বাংলা সফটওয়্যারের অনেক অভাব। গত দশ/পনের বছরে অনেকেই একটা ভালো বাংলা ডিকশনারী আর বাংলা স্পেল চেকার বানানোর অনুরোধ করেছেন। এত টেকনোলজিস্ট চারদিকে, কিন্তু ভালো কোন বাংলা সফটওয়্যার কেন নাই বলেন তো? কারণ একটাই। এদেশের মানুশ টাকা খরচ করে এসব সফটওয়্যার কিনবে না। এর জন্য দায়ী পাইরেটেড উইন্ডোজ/অফিস ও ফ্রি বাংলা টাইপিং সফটওয়্যারের প্রচলন। ফলে, ৫০০/১০০০ টাকা খরচ করে একটা সফটওয়্যার কেনার মত দুই/তিন হাজার পাবলিক খুঁজে পাওয়াও কঠিন এদেশে।
ধরেন একটা বাংলা ডিকশনারী প্রজেক্ট শুরু করলাম। গতানুগতিক ডিকশনারী না হয়ে যদি একটু ইনোভেটিভ ও ইনফরমেটিভ কিছু করতে যাই, ডাটা এন্ট্রি করতেই খরচ আছে ৭-৮ লাখ টাকা। সফটওয়্যার না হয় ফ্রি বানিয়ে দিলাম, কিন্তু ডাটা এন্ট্রি এবং লজিস্টিক খরচ কে বহন করবে? স্পেলচেকার প্রজেক্টে তো আরো বেশী বাজেট দরকার।
যতদিন আপনারা শুধু ফ্রি খুঁজতে থাকবেন ততদিন বাংলায় ভালো কিছু আসবে না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।