একবার একজন আমারে ইনবক্স করলো-
কিছু মনে করবেন না একটা প্রশ্ন করি। আপনি কি নিজেরে অনেক বড় কিছু মনে করেন?

আমি বললাম-
মনে করেন আপনি ক্রিকেট খেলছেন। ক্রিকেট নিয়ে আমার কোন আগ্রহ নাই এবং কোনদিন খেলতেও যাবো না। আপনি কি খেলার মাঠ থেকে দৌড়ে এসে আমাকে প্রশ্ন করে বসবেন- 'ভাই, আপনি কি নিজেরে অনেক বড় বোলার/ব্যাটসম্যান মনে করেন?'

বুঝলাম না

কে বড় কে ছোট এইসব মাপামাপির যেসব রুলস আপনারা ফলো করেন, আমি ঐ খেলাতে নাই। আমি কারো সাথে প্রতিযোগীতা করি না। ফলে এগিয়ে আছি না পিছিয়ে আছি, এই প্রশ্ন অপ্রাসঙ্গিক।

তাহলে আপনি মনে করেন যে আপনিই ঠিক আমরা ভুল?

আমি এমনকি দর্শকের গ্যালারিতেও নাই। ফলে আপনাদের খেলা ভালো না খারাপ, এই মন্তব্যও তো করা সম্ভব না আমার পক্ষে। আপনাদের আর আমার পথ ভিন্ন, এইটুকুই শুধু বলতে পারি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।