বাগান তত্ত্ব - ৬ এবং সহজ জীবন - ১৮
মনে করেন মনোযোগ হচ্ছে এক বালতি পানি যা আমাদেরকে প্রতিদিন দেয়া হয় এবং আপনার চিন্তা-ভাবনা-কাজ বা জীবন হচ্ছে একটা বাগান। সমালোচক হচ্ছে তারা, যারা নিজেদের বালতির পানি আপনার বাগানে ঢালছে। পানিটা কাজে লাগানোই বু্দ্ধিমানের কাজ।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।