আশরাফ গানি কলম্বিয়া ইউনি থেকে এন্থ্রপোলজিতে পিএইচডি করেছেন। ইউসি বার্কলে আর জন হপকিনসের এন্থ্রপলজির শিক্ষকও ছিলেন। গুগল স্কলারে তার একাডেমিক লেখালেখিও আছে বিস্তর। এত "জ্ঞান" নিয়া লোকটা হইলো দালাল এবং অবশেষে পলাতক কাপুরুষ।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।