কিছুদিন আগে ফেসবুকে বুদ্ধিজীবি নিয়া অনেক কাহিনী হলো। তখন একজনরে বলতেছিলাম— যে দেশে প্রায় ৫০০ দিন টানা স্কুল-কলেজ বন্ধ থাকলেও সেটা নিয়ে খুব বেশী লোকরে চিন্তিত হতে দেখা যায় না, সেই দেশে বুদ্ধিজীবি খুঁজে লাভ নাই।
আজকে তিনি ম্যাসেজ দিয়ে বললো- আফগানিস্থানের শিক্ষা ব্যবস্থা নিয়াও তারা সবাই পেরেশান, আর আপনি বলেন কেউ চিন্তিত না!
বুঝলাম, ভঙ্গুর আফগানিস্থানে আমাদের কী রপ্তানী করতে হবে!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।