"বিপদের সময় সাহায্য না করলে বন্ধু না", এটা একটা বস্তুবাদী ধারণা। মানে, বন্ধু বানানো হইলো কিছু পাওয়ার জন্য। কর্পোরেট বন্ধুত্ব।
কিছু পাওয়ার আশায় যে সম্পর্ক বানানো হয় সেইটা বন্ধুত্বের সম্পর্ক না, ব্যবসার সম্পর্ক বা ঐক্যজোটিয় ব্যাপার। ব্যবসা খারাপ না। ঐক্যজোটও ভালো। কিন্তু কিছু পাওয়ার আশায় বা বিপদে সাহায্যের আশায় বন্ধুত্বের নামে সম্পর্ক না বানিয়ে ব্যবসা বা alliance নামে বানানোই ভালো। তাতে আপনার ব্যবসা ভালো হবে।
এক্সপেক্টেশন যত কম রাখতে পারবেন, বন্ধুত্ব ও সম্পর্ক তত ভালো ও টেকসই হবে।
ত্রিভুজ
৭ আগস্ট, ২০১৬