সততা কোন যোগ্যতা না, এটা একটা ট্রেইট মাত্র। স্বাভাবিক মানুশ হওয়ার জন্য গুরুত্বপূর্ন ট্রেইট। যখন কোন সভ্যতায় সততা এক্সসেপশন হয়ে ওঠে, তখন বুঝবেন ঐ সভ্যতা পঁচে গেছে। ওখানে স্বাভাবিক মানুশের সংখ্যা এতই কমে গেছে যে কাউকে সৎ হতে দেখলে সবাই অবাক হয়ে যায়।
জ্ঞান ও যোগ্যতার অভাব থাকলে শুধুমাত্র সততা দিয়ে কিছু হয় না। অযোগ্যরা নিজেদের 'সততারে' পুঁজি করে মানসিক রোগীতে পরিনত হয়।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।